স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে প্রশাসনের কঠোর নির্দেশ থাকা সত্ত্বেও হোম কোয়ারেন্টিন মানছেন না বিদেশফেতররা। ঘরের বাইরে, এমনকি বাজারেও তাদের দেখা যায়। এতে অস্বতির মধ্যে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। শহরের যুবউন্নয়ন অধিদপ্তর এলাকায় কচি আক্তার নামে সৌদিফেরত এক নারীকে নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তিনি অবাদে ঘোরাফেরা করছিলেন, পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট গিয়ে শুক্রবার বিকেলে তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন। অপরদিকে জনসাধারণকে ঘরের বাইরে বের হতে নিষেধ করলেও তা উপেক্ষা করেই রাস্তাঘাটে চলাচল করছেন অসংখ্য মানুষ। জেলা প্রশান ও পুলিশ নিরাপত্তার জন্য শহরের অলিগলিতে অভিযান চালিয়ে যাচ্ছেন। এতেও সচেতনতা সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। অপরদিকে দোকানপাট বন্ধ ঘোষণা করা হলেও, দিন রাত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের জন্য নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার গোলবৃত্তাকার আঁকা থাকলেও জমায়েত হয়ে কেনাকাটা করছেন অনেকেই। এ অবস্থায় শুক্রবার রাতে নলছিটি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ীকে ৫ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন এ অর্থদদণ্ডের আদেশ দেন। এসব পরিস্থিতিতে জেলা প্রশাসন শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫ পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি দোকান খোলা রেখে, সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন। বিকেল ৫টার পরে শুধুমাত্র ওষুধের দোকান ছাড়া সবকিছুই বন্ধ থাকবে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক মো. জোহর আলী।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …