স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে সম্প্রীতি রক্ষায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট (পিএইচপি) এ সভার আয়োজন করে। এতে সহযোগিতা করেন নাগরিক। সভায় সভাপতিত্ব করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক’র জেলা শাখার সাধারণ সম্পাদক মঈন তালুকদার। এতে স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্টের বিভাগীয় সমন্বয়কারী মেহের আফরোজ মিতা। অনুষ্ঠান উপস্থাপনা করেন সুজন’র পৌর কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি পিস প্রেসার গ্রুপ (পিএফজি) সভাপতি জাহাঙ্গীর হোসাইন। এতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …