স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। গতকাল সোমবার রাতে শহরের কোর্ট সড়কে মেয়রের নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি সরকারের তৃণমূল পর্যায়ের উন্নয়ন গণমাধ্যমে তুলে ধরার আহŸান জানান। তিনি বলেন, ঝালকাঠি পৌরসভায় বিগত দিনের চেয়ে গত পাঁচ বছরে ব্যাপক উন্নয় হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমুর প্রচেষ্টায় শহরের রাস্তাঘাট ও পয়নিস্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেন নির্মাণ করা হয়েছে। সড়কের পাশে সোলার বাতি স্থাপন করা হয়েছে। শহরবাসীর এখন আর কোন দুর্ভোগ নেই দাবি করে পৌর মেয়র তাঁর উন্নয়ন কার্যক্রমও গণমাধ্যমে তুলে ধরার আহŸান জানান। আগামীতে আওয়ামী লীগ তাকে মনোনয়ন প্রদান করলে উন্নয়ন কাজের ধারা অব্যহত রেখে প্রধানমন্ত্রীর সপ্নের সোনার বাংলা গড়ার প্রতিশ্রæতি দেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম তালুকদার, প্রেস ক্লাবের সভাপতি চিত্ত রঞ্জন দত্ত, সাবেক সভাপতি মুহাম্মদ আব্দুর রশীদ ও কাজী খলিলুর রহমান, সহসভাপতি দুলাল সাহা ও মানিক রায়, সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সহসাধারণ সম্পাদক কে এম সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহাসহ প্রেস ক্লাসের সদস্যরা।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নলছিটি উপজেলার শাখার আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ …