Latest News
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ।। ৫ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে সাংবাদিক হিমুর স্মরণ সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে সাংবাদিক হিমুর স্মরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির প্রবীণ সাংবাদিক, প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক, বিটিভির জেলা প্রতিনিধি এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পরিচালিত মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি হেমায়েত উদ্দিন হিমুর মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রয়াত হিমুর পরিবারের কাছে পাঠানো ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অফপার্টি ডানা এল. ওল্ডস এর শোকবার্তা পড়ে শোনানো হয়। পরে শোকবার্তাটি পরিবারের কাছে তুলে দেওয়া হয়। মাল্টিপার্টি অ্যাডাভোকেসি ফোরামের সহসভাপতি মেহেদী হাসান খান বাপ্পির সভাপতিত্বে স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল বিভাগীয় ব্যবস্থাপক দিপু হাফিজুর রহমান, ঝালকাঠি সদর উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, রাজাপুর উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়, অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সাংবাদিক কে এম সবুজ, হিমুর ছোট ভাই হাচান মাহামুদ। পরে হিমুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। স্মরণ সভায় হিমুর কর্মময় জীবনের নানা স্মৃতি নিয়ে আলোচনা করা হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …