Latest News
শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ।। ২০শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে সমাবেশ মানববন্ধন

ঝালকাঠিতে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে সমাবেশ মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে সাংবাদিক সাগর সরোয়ার ও মেহেরুন রুনিসহ সকল সাংবাদিক হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় স্থানীয় টাউন হলের সামনের সড়কে টেলিভিশন সাংবাদিক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে জেলার কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিগত ২২ বছরে ৩২ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে জানিয়ে সমাবেশ থেকে সাংবাদিক হত্যার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়। সমাবেশে বক্তব্য দেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, সাধারণ সম্পাদক দুলাল সাহা, অজানাবার্তা সম্পাদক এস এম এ রহমান কাজল, দুরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক আজমীর হোসেন তালুকদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার সাধারণ সম্পাদক প্রসান্ত দাস হরি ও মানবাধিকারকর্মী আবু সাঈদ খান, সাংবাদিক কে এম সবুজ, শফিউল আজম টুটুল, জহিরুল ইসলাম জলিল, অলোক সাহা, আল আমিন তালুকদার, রিয়াজুল ইসলাম ও মাহামুদুর রহমান পারভেজ। সমাবেশ ও মানববন্ধনে সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।