স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে শহরের লঞ্চঘাট এলাকায় একটি এতিমখানা ও লিল্লাহ বডিংয়ে আলোচনা সভা, দোয়া ও এতিম শিশুদের খাবার বিতরণের আয়োজন করে জেলা সেচ্ছাসেবক দল। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি। জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন ও সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়াত হোসেন। আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয় দলের পক্ষ থেকে। সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দও এতিম শিশুদের সঙ্গে খাবারে অংশ নেয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …