স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে মিরাজ শেখ (৩৫) নামে এক দিনমজুরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার দ্বিতীয় আসামি সদর উপজেলার কেওড়া ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ড সদস্য উজ্জল হোসেন খানকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
রবিবার দুপুরে উজ্জল ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মোহাম্মদ পারভেজ শাহরিয়ার আবেদনটি নাকচ করে উজ্জলকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানাযায়, গত বছরের ১৪ ডিসেম্বর রাতে ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রনমতি গ্রামের শেখ সত্তারের ছেলে দিনমজুর মিরাজকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। রাতেই আহত মিরাজকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশার শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে রাত সারে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। পরেরদিন সকালে নিহত মিরাজের মা মাকসুদা বেগম ঝালকাঠি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ইউপি সদস্য নজরুল ইসলাম এবং উজ্বল হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল মিরাজের। এরই জের ধরে দলবল নিয়ে দেশীয় অস্ত্রদিয়ে মিরাজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে তাঁরা।
এ মামলার আরেক আসামি আকবর হোসেন জেল হাজতে থাকলেও এক নম্বর আসামি একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম উচ্চ আদালতের জামিনে রয়েছেন। এছাড়া এজাহারনামীয় অন্যান্য আসামিরা পলাতক রয়েছে বলে জানা গেছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …