Latest News
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ১৩ দফা দাবিতে মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

ঝালকাঠিতে ১৩ দফা দাবিতে মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
মাদ্রাসা শিক্ষার জন্য সতন্ত্র কারিকুলাম, আলাদা পাঠ্যপুস্তক প্রনয়ণ বোর্ড এবং সকল পাঠ্যবিষয়ে নির্ধারণে আলেম ওলামা ও পীর-মাশায়েকদের মনোনীত বিশেষজ্ঞদের অন্তর্ভূক্তসহ ১৩ দফা দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে মাদ্রাসা শিক্ষকদের সংগঠন জমিয়াতুল মোদার্রেছীন। সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ঝালকাঠি জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি মুফতি গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, নেছারাবাদ জিনাতুন্নেছা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইসাহাক ও পূর্ব বিন্নাপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আসাদুজ্জামান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন মাদ্রাসার শিক্ষকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৩ সাল থেকে বাস্তবায়ন করতে যাওয়া নতুন কারিকুলামের আলোকে প্রণীত পাঠ্যপুস্ক যা সতন্ত্র মাদ্রাসার শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে চরম অসঙ্গতিপূর্ণ। তাই সরকারের কাছে অনুরোধ অবিলম্বে এ দেশের মাদ্রাসা শিক্ষার জন্য সতন্ত্র কারিকুলাম, আলাদা পাঠ্যপুস্তক প্রনয়ণ বোর্ড এবং সকল পাঠ্যবিষয়ে নির্ধারণে আলেম ওলামা ও পীর-মাশায়েকদের মনোনীত বিশেষজ্ঞদের অন্তর্ভূক্ত করতে হবে। স্বাভাবিকভাবে এ দেশের শিক্ষা ব্যবস্থায় কারিকুলাম, সিলেবাস এবং পাঠ্যপুস্তক প্রনয়ণে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ও কৃষ্টিকালচারের সাথে সঙ্গতিপূর্ণ হয়। ৯১ ভাগ মুসলমানের দেশে এমন কোন সিদ্ধান্ত গ্রহণ না করেন, যাতে ইসলাম প্রিয় মানুষের কলিজায় আঘাত লাগে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। …