স্টাফ রিপোর্টার :
প্রজনন মৌসুমে মা ইলিশ না ধারায় ঝালকাঠি পৌর এলাকার তালিকাভুক্ত ১৭৮ জেলের মাঝে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় পৌরসভা চত্বরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। এ সময় প্রত্যেক জেলেকে ২০ কেজি করে সাড়ে তিন মেট্রিকটন চাল দেওয়া হয়। নিষিদ্ধ সময়ে সুগন্ধা নদীতে মা ইলিশ না ধরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলেদের জন্য এ চাল বরাদ্দ দেন। চাল বিতরণকালে উপস্থিত ছিলেন কাউন্সিলর তরুণ কর্মকার ও সিমা আক্তার। মেয়র মো. লিয়াকত আলী তালুকদার বলেন, প্রধানমন্ত্রী দরিদ্র জেলেদের কথা চিন্তা করে নিষিদ্ধ সময়ের জন্য চাল বরাদ্দ দিয়েছেন। এ চাল পেয়ে জেলেরা খুশি।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ঝালকাঠিতে অচেতন অবস্থায় কলেজছাত্রকে উদ্ধার
স্টাফ রিপোর্টার : অজ্ঞানপার্টির খপ্পরে পড়া কলেজছাত্রকে ঝালকাঠির গাবখান সেতুর টোলঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার …