Latest News
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ 

ঝালকাঠি পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ 

স্টাফ রিপোর্টার :
দ্বিতীয় বারের মতো শপথ নিলেন ঝালকাঠি পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। বৃহস্পতিবার বিকেলে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ করেন তিনি। একই সঙ্গে নবনির্বাচিত ১২ জন কাউন্সিলরও শপথ গ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান  বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।
শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুর রাজ্জাক। মেয়র ছাড়াও অন্য যারা শপথ নিলেন, তাঁরা হলেন ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিল রেজাউল করিম জাকির, ২ নম্বর ওয়ার্ডের হাফিজ আল মাহমুদ, ৩ নম্বর ওয়ার্ডের শাহ মো. আল আমীন,  ৪ নম্বর ওয়ার্ডের মো. কামাল শরীফ,  ৫ নম্বর ওয়ার্ডের  তরুণ কর্মকার, ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল কুদ্দুস, ৭ নম্বর ওয়ার্ডের মো. হুমায়ুন কবীর খান, ৮ নম্বর ওয়ার্ডের মো. হাবিবুর রহমান হাবিল, ৯ নম্বর ওয়ার্ডের  মো. হুমায়ুন কবির সাগর, সংরক্ষিত ওয়ার্ডের নারী  কাউন্সিলর তাসলিমা বেগম, সাবিনা ইয়াসমিন ও মালা বেগম।  শপথ অনুষ্ঠানে  জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম. সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, সাবেক সভাপতি মু. আব্দুর রশীদ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে মেয়র কাউন্সিলরদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। …