Latest News
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ।। ১৯শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

ঝালকাঠি প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত। অন্যদের মধ্যে প্রেস ক্লাবের আজীবন সদস্য সংস্কৃতজন মনোয়ার হোসেন খান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্কাস সিকদারসহ সকল সদস্যরা আলোচনায় অংশ নেন। প্রেস ক্লাবের প্রতিষ্ঠার পর থেকে যারা প্রয়াত হয়েছেন, তাঁরা হলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শহীদ মুজিবুল হক মেহেদী, সদস্য সামসুদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল ইসলাম ভূঁইয়া, সাবেক সভাপতি শামসুল ইসলাম চাঁদ, সহসভাপতি বিমল কুমার সাহা, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল খান, সাবেক সদস্য অ্যাডভোকেট আবদুল বারী ও মো. হুমায়ুন কবীর।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। …