Latest News
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ।। ১৯শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি যুবলীগের আহ্বায়কের উদ্যোগে মোয়াজ্জেম হোসেনের ৫৬তম মৃত্যুবার্ষিকী পালন

ঝালকাঠি যুবলীগের আহ্বায়কের উদ্যোগে মোয়াজ্জেম হোসেনের ৫৬তম মৃত্যুবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার :
আওয়ামী লীগের উপদেষ্টা পষিদের সদস্য, সাবেক শিল্পমন্ত্রী ও শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর বাবা মরহুম মোয়াজ্জেম হোসেনের ৫৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার জোহরবাদ ঝলকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি সরকারি কলেজ মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির। মোয়াজ্জেম হোসেনের ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা জানিয়ে মহান আল্লাহর কাছে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এসময়ে উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউনুস আলী সিদ্দিকী, জেলা যুবলীগের নেতা জামাল হোসেন মিঠু ও ফয়সাল মাহমুদ সায়েলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ে যুবলীগের নেতাকর্মীরা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। …