স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত। গত ৬ জানুয়ারি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন স্বাক্ষরিত এক সার্কুলারে এ তথ্য জানা যায়। ১০ সদস্য বিশিষ্ট এ কমিটির কর্মকর্তা ও অন্যন্য সদস্যরা হলেন, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবার রহমান তালুকদার, সেক্রেটারী প্রফেসর মো. আনোয়ার হোসেন পান্না, সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু, মনোয়ার হোসেন খান, অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, মু. মনিরুল ইসলাম তালুকদার, মো. হাফিজ আল মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা সরদার শামসুল হক আক্কাস ও মাহমুদা বেগম। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত এ কমিটি দায়িত্ব পালন করবে বলেও সার্কুলারে জানানো হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটির ভৈরবপাশায় হতদরিদ্রদের ঈদের চাল কালোবাজারে বিক্রি, উদ্ধার করলো এলাকাবাসী
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে ঈদ উপলক্ষে সরকারের দেয়া ভিএফএর ৯ বস্তা চাল কালোবাজারে বিক্রি …