Latest News
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ।। ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়ার পদোন্নতি জনিত বদলী হওয়ায় বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। বৃস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস, ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিন উদ্দিন তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, নবগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান আকন, ইউপি চেয়ারম্যান নুরলি আমিন সুরুজ প্রমুখ। একই অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌসকেও সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক মো. হামিদুল হক তাকে সংবর্ধনা দেন।