Latest News
রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ।। ১লা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি সিটি ক্লাবের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠি সিটি ক্লাবের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার :
নানা আয়োজনের মধ্য দিয়ে দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ঝালকাঠি সিটি ক্লাব ও পাঠাগারের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে ক্লাব চত্বরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তলন করা হয়। এসময় বেলুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম। পরে সকাল ১০ টায় অতিথি এবং ক্লাবের সদস্যদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ক্লাবের দাতা সদস্য ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, দাতা সদস্য ঝালকাঠি শিল্প ও বনিক সমিতির সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক, আজীবন সদস্য বিশিষ্ট্য ব্যাবসায়ী শামসুল হক মনু। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আব্দুল হক খলিফা। দুপুরে সংগঠন কার্যালয়ে ১০০ অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও তাদের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। দেওয়া হয় সেলাই মেশিন ও ঢেউটিন। বিকেলে প্রয়াত সদস্যদের স্মরনে মিলাদ ও দোয়া অনুষ্ঠান এবং সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে আলোচনা সভা, স্মৃতিচারন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় নারী ইউপি চেয়ারম্যান কারাগারে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল হাসান ফুয়াদ কাজী হত্যায় জড়িত …