Latest News
সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ।। ১৯শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে নলছিটিতে শিক্ষকদের মানববন্ধন

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে নলছিটিতে শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তাবায়নের দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদের সামনের সড়কে দশম গ্রেড বাস্তবায়ন কমিটির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
মানববন্ধনে বক্তারা জানান, প্রতিমাসে মূল বেতন, ভাসা ভাড়া, চিকিৎসাভাতা ও টিফিনভাতাসহ তাঁরা ১৭ হাজার ৬৬৫টাকা পান। এ টাকা দিয়ে তাদের সংসার চালানো কষ্টকর। হতাশা আর মনোকষ্ট নিয়ে বিদ্যালয়ে পাঠদান করতে হচ্ছে। অনেক শিক্ষকের দুর্বিষহ জীবনও কাটছে। এ অবস্থায় সহকারী শিক্ষকদের জন্য দশম গ্রেড বাস্তবায়ন জরুরী হয়ে পড়েছে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহাতাব হোসেন টিটু, নলছিটি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আমিনুল হক মিলন, সাধারণ সম্পাদক মাহামুদ হোসেন চৌধুরী সিহাব ও শিক্ষক নেতা মো. মর্তুজা আলী।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। …