স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ, সেচপাম্প ও সোলার লাইট ট্রাপ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসরাত জাহান মিলি। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী আহম্মেদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। পরে উপজেলার ২০ জন প্রান্তিক কৃষকের মাঝে উচ্চফলনশীল পাটবীজ, সার ও ১০টি কৃষক গ্রæপের মাঝে সোলার লাইট ট্রাপ, সেচপাম্প তুলে দেন অতিথিরা।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …