Latest News
শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ।। ২০শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / নলছিটিতে গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি

নলছিটিতে গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে দুই কেজি গাঁজাসহ শাহজাহান মোল্লা নামে (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে উপজেলার তৌকাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঝালকাঠি গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. মাইনউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ তৌকাঠি গ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় একটি কালভার্টে বাজারের ব্যাগ ভর্তি দুই কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তাকে নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের উপ পরিদর্শক এইচ এম বাশার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়া শাহজাহান মোল্লা পাওতা গ্রামের মৃত আবদুর রব মোল্লার ছেলে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …