Latest News
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ।। ৫ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে চাঁদাবাজী মামলা থেকে সাংবাদিক মনিরুজ্জামান খালাস

নলছিটিতে চাঁদাবাজী মামলা থেকে সাংবাদিক মনিরুজ্জামান খালাস

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও সাংবাদিক মু. মনিরুজ্জামান মুনিরকে চাঁদাবাজীর একটি মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। সোমবার ঝালকাঠির যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. খায়রুল ইসলাম মামলার রায়ে তাকে খালাসের আদেশ দেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আক্কাস সিকদার।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩০ আগস্ট নলছিটি উপজেলার জুরকাঠি গ্রামের যুবক মো. সবুজ হাওলাদার ঝালকাঠি আদালতে সাংবাদিক মনিরুজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগে একটি নালিশী মামলা করেন। আদালত নলছিটি থানার ওসিকে এজাহার দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। নলছিটি থানায় ৩০ অক্টোবর মামলাটি লিপিবদ্ধ করা হয়।
সাংবাদিক মনিরুজ্জামান মুনির বলেন, আদালতে সাক্ষ্যগ্রহণ সময় বাদী যথাযত প্রমাণ দিতে পারেননি। সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় মামলা থেকে আমাকে খালাস দেন বিচারক।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …