Latest News
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ।। ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / খেলাধুলা / নলছিটিতে চাইনিজবার ফুটবল টুর্নামেন্টে সেভেন স্টার দল চ্যাম্পিয়ন

নলছিটিতে চাইনিজবার ফুটবল টুর্নামেন্টে সেভেন স্টার দল চ্যাম্পিয়ন

স্থানীয় প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা স্পোর্টিং ক্লাব চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় চায়না মাঠে অনুুুুষ্ঠিত ফাইনাল খেলায় সেভেন স্টার দল চ্যাম্পিয়ন হয়।
পহেলা মার্চ উপজেলার ১৬টি দল নিয়ে চারটি
গ্রুপে শুরু হয় এ টুর্নামেন্ট। ফাইনাল খেলায় রেনেসাঁ সামাজিক সংঘ ও সেভেন স্টার দল মুখোমুখি হয় । নির্ধারিত সময় গোল শূন্য শেষ হলে খেলা ট্রাইব্রেকারে গড়ায় । ট্রাইব্রেকারে সেভেন স্টারের অধিনায়ক অরবিন্দ পোদ্দারের গোলে অপরাজিত চ্যাম্পিয়ন হয় সেভেন স্টার দল । সেরা খেলোয়ার নির্বাচিত হয় সেভেন স্টারের মিডফিল্ডের খেলোয়ার মোহম্মদ সজিব। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি নলছিটির বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো. মাহফুজ খান।