Latest News
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ।। ১১ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে চোরাই গরু বোঝাই ট্রলারসহ ৭ চোর আটক

নলছিটিতে চোরাই গরু বোঝাই ট্রলারসহ ৭ চোর আটক

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে চোরাই গরু বোঝাই ট্রলারসহ ৭ চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। সোমবার রাতে উপজেলার জুরকাঠি ঘোপেরহাট বাজার সংলগ্ন খয়ড়াবাদ নদী থেকে তাদের আটক করা হয়।
আটকরা হল, গলাচিপা উপজেলার রিয়াদ মাতুব্বর, ইসমাইল শিকদার, মো. নিজাম, কলাপাড়া উপজেলার স্বপন খান, রাঙ্গাবালি উপজেলার লিটন হাওলাদার, পটুয়াখালী সদর উপজেলার আবদুল লতিফ ও বাউফল উপজেলার উলানিয়ার সাইদুল প্যাদা।
পুলিশ জানায়, সংঘবদ্ধ একটি গরু চোর চক্রের ১০ থেকে ১১ জন সদস্য রাত সাড়ে ৮টার দিকে একটি মাছ ধরা ট্রলারে চারটি গরু ও তিনটি মহিষ নিয়ে ঘোপেরহাট বাজার সংলগ্ন ওই নদীর পাড়ে ঘাট দেয়। এসময় ট্রলারের লোকজনের গতিবিধি সন্দেহ হলে স্থানীয়রা তাদের পরিচয় জানতে চায়। তারা পরিচয় না দিয়ে তীরে উঠে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এলাকাবাসী ধাওয়া করে চোর চক্রের ৭ জনকে ধরে ফেলে এবং অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরাই গরু ও মহিষসহ ওই ৭ চোরকে গ্রেপ্তার এবং ট্রলারটি জব্দ করেন।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত …