স্টাফ রিপোর্টার :
‘সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’ এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীনের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাসেল ঢালী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আজিম খান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুন নাহার, মোল্লারহাট ইউপি চেয়ারম্যান একেএম মাহাবুবুর রহমান সেন্টু, সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বাশার রানা, ডা. তানজিলা তাজিন ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কে এম সবুজ। কর্মশালায় সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও কিশোর কিশোরীরা অংশ নেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …