Latest News
বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ।। ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে তিন ছিনতাইকারী আটক

নলছিটিতে তিন ছিনতাইকারী আটক

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি নলছিটিতে তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে নলছিটি শহরের কলবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, নারায়নগঞ্জ চনপাড়া এলাকার জাকিরের ছেলে জীবন (২২) একই এলাকার ছত্তার বালীর ছেলে রানা (২৬) ও ফারুকের ছেলে শাকিল (১৯)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার ইসলামী ব্যাংকের নলছিটি শহরের স্টেশন সড়কের বুথ থেকে মাকে নিয়ে টাকা উত্তোলন করতে আসেন মুনিয়া নামে এক গৃহবধূ। টাকা তুলে বাড়িতে যাওয়ার পথে ছিনতাইকারীরা তাদের অজ্ঞান করে ৯৫ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সিসি টিভির ফুটেজ দেখে তিন ছিনতাইকারীর ছবি ফেসবুকে দেওয়া হয়। ওই ছিনতাইকারীরা রবিবার সকালে শহরের কলবাড়ি এলাকায় আসলে স্থানীয় জনতা তাদের চিনে ফেলে। তাদের ধাওয়া করে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তারা মানুষের টাকা ও মূল্যবান জিনিস চুরি করতো। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …