Latest News
শুক্রবার, ৯ জুন ২০২৩ ।। ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে একটি বসতঘর

নলছিটিতে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে একটি বসতঘর

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে আগুন দিয়ে জয়নাল সিকদার নামে এক ব্যক্তির বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার পাওতা গ্রামে এ ঘটনা ঘটে। মালামালসহ বসতঘরটি পুড়ে যাওয়ায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষরা আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত জয়নাল সিকদার।
পুলিশ ও ক্ষতিগ্রস্তরা জানায়, রাতে পেট্রোল দিয়ে দুর্বৃত্তরা ঘরের চারদিকে আগুন দিয়ে ধরিয়ে দেয়। ঘরের ভেতর থাকার লোকজন আগুন জলতে দেখে বের হয়ে যায়। মুহূর্তের মধ্যেই বসতঘরটি মালামালসহ আগুনে পুড়ে যায়। খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আগুন দেওয়ার ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।