Latest News
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ।। ৬ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে পিআইও অফিসের কর্মকর্তা কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি

নলছিটিতে পিআইও অফিসের কর্মকর্তা কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি

স্টাফ রিপোর্টার :
জনবলকাঠামো, নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির নলছিটিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ।
বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মবিরতি শুরু হয়। এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতীসহ অফিসের কর্মচারীরা অশং নেন।
কর্মবিরতি চলাকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতী জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন করা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদের নাম পরিবর্তন ও আপগ্রেডেশন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপদ নিয়োগ, পদোন্নতি, চলতি দায়িত্বে পদায়নের মাধ্যমে পূরণ করা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে গরু চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা গরু চোর চক্রের দুই সদস্যকে …