Latest News
রবিবার, ১১ মে ২০২৫ ।। ২৮শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

নলছিটিতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ভেরনবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম রশিদ হাওলাদার (৭০)। বাড়ির পাশের মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। রানাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবদুস ছালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, দুই দিনধরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দুপুরে বাড়ির পাশের মাঠে গরু আনতে যায় কৃষক রশিদ হাওলাদার। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের স্বজনরা মাঠ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া বিরাজ করছে। নিহত রশিদ হাওলাদার ভেরবাড়িয়া গ্রামের মৃত সেরাজ উদ্দিন হাওলদারের ছেলে।