স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে মাস্ক না পরায় তিনজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তিনজনকে জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা চলছে। এর পরেও যারা স্বাস্থ্যবিধি মেনে না চলবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায়। বুধবার অভিযান চালিয়ে তিনজনকে তিনশত টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …