Latest News
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে র‌্যাবের হাতে ডাকাতি মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

নলছিটিতে র‌্যাবের হাতে ডাকাতি মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে ডাকাতি, চাঁদাবাজী ও চেক জালিয়াতিসহ একাধিক মামলার আসামি নাচনমহল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ হাওলাদারকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার দুপুরে উপজেলার নাচনমহল গ্রামের বাড়ির কাছে একটি সালিশ বৈঠকের মধ্য থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নলছিটি থানায় দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৮ এর উপসহকারী পরিচালক (ডিএডি) জহিরুল ইসলাম জানান, ডাকাতিসহ একাধিক মামলার আসামি হানিফ হাওলাদারের নামে নানা অভিযোগ রয়েছে র‌্যাবের কাছে। গ্রেপ্তারি পরোয়ানা নিয়েও তিনি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। খবর পেয়ে র‌্যাব-৮ এর একটি দল সেখানে অভিযান চালিয়ে সালিশ বৈঠকের মধ্য থেকে তাকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে নলছিটি থানায় সোপর্দ করা হয়।
নলছিটি থানার উপপরিদর্শক হুমায়ুন কবির বলেন, দুটি মামলায় তাকে খুঁজে বেড়াচ্ছিল পুলিশ। র‌্যাব তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …