Latest News
রবিবার, ২৮ মে ২০২৩ ।। ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ

নলছিটিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌর এলাকার বৈচন্ডী ও নাঙ্গুলী গ্রামের দুইটি প্রাথমিক বিদ্যালয়েল শিক্ষার্থীদের মাঝে স্থানীয় সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা নুর আলম হাওলাদার ব্যক্তিগতভাবে এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় নাঙ্গুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বৈচন্ডী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাঙ্গুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, বৈচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগম, নলছিটি পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুমায়ন কবির, স্থানীয় আওয়ামী লীগ নেতা গাজী আক্তার হোসেন ও সেচ্ছাসেবক লীগ নেতা মো. খোকন মৃধা।