Latest News
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে শ্বাসরোধ করে মৎস্যজীবীকে হত্যা

নলছিটিতে শ্বাসরোধ করে মৎস্যজীবীকে হত্যা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে শ্বাসরোধ করে কবির হাওলাদার (৩৮) নামে এক মৎস্যজীবীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উপজেলার দক্ষিণ ফয়রা গ্রামের একটি দীঘির পাড় থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা কবিরকে শ্বাসরোধ করে হত্যার পরে তাঁর লাশ দীঘির পাড়ে ফেলে রাখা হয়।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, উপজেলার পূর্ব সরমহল গ্রামের ফজলে আলী হাওলাদারের ছেলে কবির হাওলাদার বড়শি দিয়ে মাছ শিকার করে জীবীকা নির্বাহ করতেন। শনিবার সকালে তিনি বাসা থেকে বড়শি নিয়ে মাছ ধরার উদ্দেশে বের হন। দক্ষিণ ফয়রা গ্রামের একটি দীঘির পাড়ে তাকে শ্বাসরোধ করে হত্যার পরে লাশ ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সকাল ১০টার দিকে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের বড় ভাই রেসতম আলী হাওলাদার অভিযোগ করেন, তাঁর ছোটভাই কবিরকে শ্বাসরোধ করে হত্যার পরে লাশ দীঘির পাড়ে ফেলে রাখা হয়। যারা এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
নলছিটি থানার ওসি মো. আতাউর রহমান জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …