কায়কোবাদ তুফান, নলছিটি :
ঝালকাঠির নলছিটিতে এক সাবেক ইউপি সদস্যের নামে ‘মিথ্যা নাটক সাজিয়ে’ হয়রানির অভিযোগ উঠেছে। উপজেলার দপদপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য চরকয়া গ্রামের আলাউদ্দিন হাওলাদার এ অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়, চরকয়া গ্রামের মৃত আদম আলী মল্লিকের ছেলে শহীদ মল্লিক কয়েক দফা একই গ্রামের সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন হাওলাদারকে তাঁর দোকানে এসে হুমকি দিতো। ইউনিয়ন পরিষদের চাল বিতরণ বা অন্যকোন বিষয়ে নাক না গলাতে নিষেধ করতেন তিনি। এরপরও সাবেক ইউপি সদস্য হিসেবে নিজ দায়িত্বে জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন সময় কথা বলতেন। এতে ক্ষিপ্ত হয় শহীদ মল্লিক।
আলাউদ্দিন হাওলাদার সাংবাদিকদের বলেন, আমি এই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলাম। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আবার প্রার্থী হতে পারি ভেবে আমার প্রতিপক্ষরা বিভিন্ন রকম ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাই আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। শহীদ মল্লিক আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। তাই তিনি নিজের কিছু কলাগাছ কেটে আমার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানার তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিকদল সভাপতির ওপর হামলা
স্টাফ রিপোর্টার : ঝালকাঠি নলছিটিতে উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মিজানুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া …