Latest News
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ।। ১৩ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে স্থানীয় পর্যায় টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা

নলছিটিতে স্থানীয় পর্যায় টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেলোয়ার হোসেন মাতুব্বর । নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, সাবরেজিস্ট্রার এস এম আদনান নোমান প্রমুখ। উপজেলা প্রশাসন স্থানীয় পর্যায় টেকসই উন্নয়ন অভিষ্ঠ (এসডিজি) বাস্তবায়নের লক্ষে এ কর্মশালা আয়োজন করে। দিনব্যাপি এ কর্মশালায় উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারি ,জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশিল সমাজের প্রতিনিধিরা এতে অংশ গ্রহন করেন।