স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। শনিবার সকালে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের রায়াপুর এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক মানসিক ভারসম্যহীন, যানবাহনের চাপায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নলছিটি থানার উপপরিদর্শক আবু হানিফ জানান, সকালে সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুপুরে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠায়। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। তবে সে মানসিক ভারসম্যহীন বলেও ধারণা করছে পুলিশ।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …