Latest News
শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ ।। ২৩শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটির নাচনমহল ইউপির উপনির্বাচনে সেলিম চেয়ারম্যান নির্বাচিত

নলছিটির নাচনমহল ইউপির উপনির্বাচনে সেলিম চেয়ারম্যান নির্বাচিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. সিরাজুল ইসলাম সেলিম (নৌকা) নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ভোট গ্রহনের পর গননা শেষে উপজেলা রিটার্নিং কর্মকর্তা সারমিন আফরোজ বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচনে নৌকা প্রতীকের সিরাজুল ইসলাম সেলিম পেয়েছেন পাঁচ হাজার ৬৩৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্ধি প্রার্থী আনারস প্রতীকের হিরন মোল্লা পেয়েছেন ২৭৪ ভোট।
এদিকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন শুরু হয়। ইউনিয়নের নয়টি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। তবে একটি কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিত খুবই কম দেখা গেছে। সকাল ১০টায় ডেবরা মহম্মদিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট প্রদান করেন নৌকা প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম সেলিম। তবে বিদ্রোহী প্রার্থী হিরন মোল্লা কোন কেন্দ্রে ভোট প্রদান করেননি। তাঁর কোন এজেন্টকেও কেন্দ্রে দেখা যায়নি। দলের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে তিনি ভোট গ্রহনের পাঁচদিন আগে নির্বাচন থেকে সড়ে দাড়িয়েছেন বলে জানিয়েছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৫৭৫ জন।
গত ২৪ জানুয়ারি নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হন নাচনমহল ইউপির সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। এ কারনে তিনি ইউপি চেয়ারম্যান পদ থেকে অব্যহতি নেন। বিনাপ্রতিদ্ব›িদ্বতায় তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে শূন্য হয়ে পড়ে আসনটি। নির্বাচন কমিশন শূন্যপদে ২৫ জুলাই ভোট গ্রহণের দিন ধার্য করে। অপরদিকে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডে সদস্য পদে উপনির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে মো. আতফি আহম্মেদ, আলমগীর হোসেন ও মো. সাদ্দাম হোসেন নির্বাচনে লড়েছেন। এদের মধ্যে মো. আতফি আহম্মেদ ৫৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এ ওয়ার্ডে মোট ভোটার হচ্ছে এক হাজার ২৭২।