স্টাফ রিপোর্টার :
নলছিটি উপজেলার রানাপাশায় ইউপি নির্বচনে বিজয়ী মেম্বার প্রার্থী ও তার কর্মীদের হামলায় পরাজিত প্রার্থীর ৮ সমর্থক আহত হয়েছে। এ সময় হামলাকারীরা একটি দোকান ভাঙচুর করে। মঙ্গলবার বিকেলে ৬ নম্বর ওয়ার্ডের জাহাতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা জানায়, ৬ নম্বর ওয়ার্ডে সাইদুল ইসলাম মন্টু ও রজ্জব আলী খান প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটে মন্টু বিজয়ী হয়। পরাজিত রজ্জব আলী খানের পক্ষে প্রচারণা করায় ক্ষিপ্ত হয়ে মঙ্গবার বিকেলে জাহাতলা বাজারে জলিল সিকদারের দোকান ভাঙচুর করে বিজয়ী ইউপি সদস্য ও তার কর্মীরা। এতে বাধা দিলে রশিদ সিকাদার (৯০), তার ছেলে নাসির সিকদার (৪৫), মাকসুদা (৪৫), মুক্তা (২১), মুন্নি (১৮) ও বাদুল মোল্লাকে (২১) পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
Home / জাতীয় / নলছিটির রানাপাশায় বিজয়ী মেম্বার প্রার্থীর কর্মীদের হামলায় পরাজিত প্রার্থীর ৮ সমর্থক আহত, দোকান ভাঙচুর
জনতার কণ্ঠ 24 সংবাদ
ঝালকাঠির নলছিটির তাঁড়াবাড়ি মন্ডপে আরতি প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি শহরের তাঁরাবাড়ি দুর্গা পূজা মন্ডপে আরতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার …