Latest News
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটির শিক্ষক শহীদ হোসেন খানের ইন্তেকাল

নলছিটির শিক্ষক শহীদ হোসেন খানের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদ হোসেন খান (৭০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার দুপুরে ঢাকায় ছেলের বাসায় বসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে একটি হাসপাতালে নেওয়া হলে দুপুর আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার সকাল ৯টায় তাঁর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে বাকেরগঞ্জের কাফিলা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। শহীদ হোসেন খান নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের জনপ্রিয় প্রধান শিক্ষক ছিলেন। তিনি অত্যন্ত সততার সঙ্গে জীবনযাপন করেছেন। তাঁর কর্মদক্ষতায় মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় দক্ষিণাঞ্চলে একটি সনামধন্য বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ করে। তাঁর অসংখ্য ছাত্র দেশ ও দেশের বাইরে উচ্চ পদে চাকরি করছেন। গুণি এ শিক্ষক ২০১০ সালে অবসরে যান। পরে তিনি নলছিটি থেকে বাকেরগঞ্জ উপজেলার কাফিলা গ্রামের বাড়িতে বসবাস শুরু করেন। অবসরে গেলেও তাঁর প্রিয় শিক্ষার্থীদের ডাকে সারা দিয়ে পুনর্মিলনি অনুষ্ঠানে যোগ দিতেন তিনি। ওইসব অনুষ্ঠানে তিনি বিদ্যালয়ের নানা ঘটনা নিয়ে স্মৃতিচারণ করতেন। গ্রামের বাড়িতে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে ঢাকায় তাঁর ছেলের বাসায় নিয়ে যাওয়া হয়। কয়েক দফায় তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সকলের প্রিয় এ শিক্ষকের মৃত্যুতে নলছিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রিয় শিক্ষককে শ্রদ্ধা জানাতে ভুলে যাননি তাঁর শিক্ষার্থী ও সহকর্মীরা। সকালে জানাজা শেষে তাঁর চিরচেনা শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হবে। শিক্ষার্থীদের পক্ষ থেকেও ভালবাসার অর্ঘ তুলে দেওয়া হবে তাঁর কফিনে। মহত এ মানুষটির প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালবাসা জানাতে জানাজায় অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা।