স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবা প্রদানের জন্য হেল্প ডেস্ক চালু করা হয়েছে। বুধবার বিকেলে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম ফলক উন্মোচন, বেলান ও পায়রা উড়িয়ে হেল্প ডেস্কের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, নলছিটির উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, নলছিটি থানার ওসি আলী আহমেদ ও থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার। একজন নারী পুলিশ কর্মকর্তা হেল্প ডেস্কের দায়িত্বে থাকবেন। তিনি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের অভিযোগ গুরুত্বসহকারে শুনে ব্যবস্থা নিবেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …