Latest News
শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ।। ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নিউরো ডেভেলপমেন্ট ডিসএভিলিটিস বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা

নিউরো ডেভেলপমেন্ট ডিসএভিলিটিস বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে নিউরো ডেভেলপমেন্ট ডিসএভিলিটিস বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও সুইড বাংলাদেশ যৌথভাবে কর্মশালার আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্ধোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন সুইড বাংলাদেশের মহাসচিব অজন্তা রানী সাহা, সাংগঠনিক সচিব মো. শহীদুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মাহাবুবার রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জি। কর্মশালায় প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তা ও সাংবাদিকসহ ৮০ জন অংশগ্রহণ করেন।