Latest News
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ।। ২রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / পোনাবালিয়া ইউপি নির্বাচনে নৌকার জয়

পোনাবালিয়া ইউপি নির্বাচনে নৌকার জয়

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী মো. আবুল বাশার খান জয়ী হয়েছেন। স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী ইউনিয়নের নয়টি ওয়ার্ডে নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৭৭৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত ধানেরশীষ প্রতীকের প্রার্থী ওয়ারেচ আলী খান পেয়েছেন ৪০৯ ভোট। এছাড়াও ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. নাসির উদ্দিন মৃধা পেয়েছেন ২১১ ভোট, রজনীগন্ধা প্রতীকের সতন্ত্র প্রার্থী আরিফুর রহমান পেয়েছেন ৯৩ ভোট এবং সতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে আবদুল ওয়াহেদ জোমাদ্দার পেয়েছেন ৬৩ ভোট।

সংরক্ষিত ও সাধারণ সদস্য নির্বাচিত হলেন যারা : এক নম্বর সংরক্ষিত ওয়ার্ডে হিরা মনি বেগম, দুই নম্বর সংরক্ষিত ওয়ার্ডে নাজমুন নাহার নাজমা, তিন নম্বর সংরক্ষিত ওয়ার্ডে মাকসুদা বেগম নির্বাচিত হয়েছেন।
সাধারণ সদস্য এক নম্বর ওয়ার্ডের মো. নান্না মিয়া, দুই নম্বর ওয়ার্ডে মো. বজলুল হক, তিন নম্বর ওয়ার্ডে মো. মনির হোসেন বেপারী, চার নম্বর ওয়ার্ডে সোহাগ হাওলাদার, পাঁচ নম্বর ওয়ার্ড মো. মশিউর রহমান, ছয় নম্বর ওয়ার্ডে শাহীন আকন, সাত নম্বর ওয়ার্ডে মো. শাহজাহান হাওলাদার, আট নম্বরে মেহেদী হাসান মাঝি ও নয় নম্বর ওয়ার্ড মো. আবদুল বারেক হাওলাদার নির্বাচিত হয়েছেন।