স্টাফ রিপের্টার :
ঝালকাঠিতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধান অবমাননা কারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা আওয়ামী লীগ। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় পৌরসভার সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তাঁরা। মনববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ ও জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির। মানববন্ধনে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী মৌলবাদী সংগঠনের নেতাদের গ্রেপ্তার করে যথাস্থানে ভাস্কর্য নির্মাণের দাবি জানান। পাশাপাশি প্রতিটি জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করা হবে বলেও জানান আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …