Latest News
রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ।। ১লা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন জামাল, এলাকায় মিষ্টি বিতরণ

বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন জামাল, এলাকায় মিষ্টি বিতরণ

স্টাফ রিপোর্টার :
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক পদে ঝালকাঠি জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম জামালকে মনোনীত করা হয়েছে। বুধবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দল আশা প্রকাশ করে যে, মো. রফিকুল ইসলাম জামাল দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এদিকে রফিকুল ইসলাম জামালকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেনসহ দলের নেতাকর্মীরা। এছাড়াও বুধবার বিকেলে ঝালকাঠিতে মিষ্টি বিতরণ করেছে জেলা ছাত্রদল। রফিকুল ইসলাম জামালকে ধর্ম বিষয়ক সম্পাদক পদে মনোনীত করায় বিএনপি চেয়ারমপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুর নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়। এতে দলের নেতাকর্মীরা অংশ নেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় নারী ইউপি চেয়ারম্যান কারাগারে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল হাসান ফুয়াদ কাজী হত্যায় জড়িত …