Latest News
মঙ্গলবার, ১৭ মে ২০২২ ।। ৩রা জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ
Home / জাতীয় / ভিমরুলের বাসায় আগুন দিতে গিয়ে নিজের বাসাই জ্বললো

ভিমরুলের বাসায় আগুন দিতে গিয়ে নিজের বাসাই জ্বললো

স্টাফ রিপোর্টার :
ভিমরুলের ভয়ে আতঙ্কিত ছিল একটি পরিবার। সেই ভিমরুলের বাসায় আগুন দিতে গিয়ে নিজের ঘরই জ্বলছিল। শুক্রবার রাতে ঝালকাঠির নলছিটি শহরের ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানান, শহরের ফেরি ঘাট এলাকার আব্দুল জব্বার শেখের দোতলা বাসভবনের ছাদে রান্নাঘর ছিল। রান্নাঘরে ভিমরুল বাসা বাঁধে। ভিমরুলের আতঙ্কে দুশ্চিন্তায় ছিল ওই পরিবারটি। শুক্রবার রাতে আব্দুল জব্বার শেখের স্ত্রী হাসিনা বেগম ভিমরুলের বাসায় আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। এলাকাবাসী পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। দমকলকর্মীরা স্থানীয়দের সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে রান্নাঘরটি পুড়ে গেলেও রক্ষা পায় অসংখ্য পরিবার। আগুন লাগার খবর পেয়ে ছুটে যান স্থানীয় জনপ্রতিনিধিসহ উৎসুক জনতা। পৌরসভার চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী জানান, ভিমরুলের বাসায় আগুন দিতে গিয়েই রান্নাঘরে আগুন লেগে যায়। আগুনের শুধু রান্নাঘরটি পুড়ে গেছ, এ ছাড়া আর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাসুদ বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সময়মতো আগুনের খবর পাওয়ায় পাশের ঘরগুলো রক্ষা করা গেছে। রান্নাঘরে জ্বালানি কাঠ থাকায় সেগুলো থেকেই আগুন ধরে যায়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

কাঁঠালিয়ায় বিষখালী নদীতে নৌ ভ্রমণের গিয়ে নৌকা ডুবিতে বিএম কলেজের ছাত্র নিখোঁজ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিষখালী নদীতে বন্ধুদের নিয়ে নৌভ্রমনে গিয়ে নৌকা ডুবিতে মো. …