Latest News
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ।। ৩০শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে করোনা উপসর্গ নিয়ে প্রধান শিক্ষকের মৃত্যু

রাজাপুরে করোনা উপসর্গ নিয়ে প্রধান শিক্ষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার :
করোনা উপসর্গ নিয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলার চাড়খালি তাঁরাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিদাস চন্দ্র হালদারের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় গুরুতর অবস্থায় গ্রামের বাড়িতে তাঁর মৃত্যু হয়। তিনি শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে বলে পরিবার জানিয়েছেন। করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হওয়ায় ওই শিক্ষকের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ রাসেল জানান, শিক্ষক হরিদাস চন্দ্র হালদার কয়েকদিন ধরে শ^াসকষ্ট ও জ¦রে ভুগছিলেন। তাকে স্বজনরা ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়েছেন। কিছুটা সুস্থ হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। শনিবার সকালে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি এর আগে দুইবার স্ট্রোক করেছিলেন বলে পরিবার জানিয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার বিষয়ে নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা জানতে কমিউনিটি অ্যাকশন মিটিং

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে কমিউনিটি অ্যাকশন মিটিং …