Latest News
মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ।। ২০শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে কৃষকের লাশ উদ্ধার

রাজাপুরে কৃষকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে আজাহার আলী আকন নামে এক কৃষককের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার পুটিয়াখালি গ্রামের খালের পাশে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। আজাহার আলী আকন পুটিয়াখালি গ্রামের মৃত কাছেম আলী আকনের ছেলে।
পুলিশ জানায়, নিহতের ছেলে সাইফুল ইসলাম শাহিনের শ^শুর বাড়ির আত্মীয়স্বজন শুক্রবার তাদের বাড়িতে বেড়াতে আসার কথা। পরিবারের লোকজন বৃহস্পতিবার রাতে আয়োজন নিয়ে ব্যস্ত ছিলো। শেষ রাতে আজাহার আলী আকনকে ঘরে দেখতে না পেয়ে খোঁজখুজি করে স্বজনরা। পরে বাড়ির কাছাকাছি খালের পাশে একটি গাছে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থা পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কি কারণে তাঁর মৃত্যু হয়েছে পুলিশ তা তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে হরতাল বিরোধী যুবলীগ-ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। …