Latest News
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ।। ৩০শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে ঘরে থাকা অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও উপকরণ বিতরণ

রাজাপুরে ঘরে থাকা অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার, রাজাপুর :
ঝালকাঠির রাজাপুরে করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে প্রশাসন জনসাধারণের সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছে। সরকারের নির্দেশনা মেনে চলছেন, যারা সেসব অসহায় ও দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী ও উপকরণ দেওয়া হয়েছে। শনিবার দুপুর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানের ২০০ পরিবারের মাঝে চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিকে উপজেলার নিজ গালুয়া গ্রামের সন্তান কুমিল্লার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন মিয়ার আর্থিক সহায়তায় গালুয়ার মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে রাজাপুর থানাসহ বিভিন্ন স্থানে সচেতনতা মূলক লিফলেট, হ্যান্ড গ্লাভস, মাস্ক, জীবাণুনাশক স্প্রে মেশিন ও সাবান বিতরণ করা হয়েছে।
রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন, মাস্টার জহির উদ্দিন মিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি সাবেক ওসি মনোয়ার হোসেন মিয়া, উদয়য়ন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও রাজাপুর অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিরাজ খান উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার বিষয়ে নাগরিকদের মতামত ও অভিজ্ঞতা জানতে কমিউনিটি অ্যাকশন মিটিং

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে কমিউনিটি অ্যাকশন মিটিং …