Latest News
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৬শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে দুই জেলেকে জরিমানা

রাজাপুরে দুই জেলেকে জরিমানা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অপরাধে দুই জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন জরিমানা করেন।
এরা হলেন, উপজেলার বড়ইয়া এলাকার মৃত মোহবাত আলীর ছেলে মো. নাছির (৩৮) ও মো. মোতাহার আলীর ছেলে মো. মনির হোসেন (৪৫)।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, সকালে উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। পরে আটক দুই জনকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নলছিটি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নলছিটি উপজেলার শাখার আয়োজনে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ …