Latest News
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ।। ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে মাদক কারবারি ভাই-বোন আটক

রাজাপুরে মাদক কারবারি ভাই-বোন আটক

স্টাফ রিপোর্টার, রাজাপুর :
ঝালকাঠির রাজাপুরে ১৭০পিস ইয়াবাসহ মাদক কারবারি সাদ্দাম হোসেন (২০) ও লোপা আক্তার (২৭) নামে দুই ভাই-বোনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার পুটিয়াখালী গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। আটক সাদ্দাম ও লোপা উপজেলার পুটিয়াখালী গ্রামের মো. শাহজাহানের সন্তান।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে রাজাপুরে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পুটিয়াখালী গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় সাদ্দাম ও লোপাকে আটক করে তাদের দেহ তল্লাশী করলে ১৭০ পিস ইয়াবা পাওয়া যায়। এর আগেও মাদক কারবারের অভিযোগ তাদের বিরুদ্ধে রাজাপুর থানায় একাধিক মামলা রয়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, ‘আটক ব্যক্তিদের আসামী করে শনিবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …