Latest News
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৬শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

রাজাপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী রিয়াদ হাওলাদারকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে আসামীর নিজবাড়ী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিয়ার উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মুনসুর আলী হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, আসামী রিয়াদকে গত বছর গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছিল। এরপর কিছুদিন জেলে থাকার পর সে জামিন পেয়ে আত্মগোপন করে। পরে আসামীর অনুপস্থিতিতে আদালতের বিচারক আসামীকে ছয়মাস সাজা প্রদান করে তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আসামী রিয়াদকে তাঁর নিজবাড়ী থেকে গ্রেপ্তার করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, ‘সোমবার রাতে আসামীকে গ্রেপ্তার করে আজ মঙ্গলাবার সকালে আদালতে পাঠানো হয়েছে।