স্টাফ রিপোর্টার :
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে দুই শতাধিক গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজাপুর সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে মেডিক্যাল ক্যাম্পেই অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের সৌজন্যে শেখ হাসিনা সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও বরিশাল সিএমএইচ এ ক্যাম্পেইনের আয়োজন করে।
ক্যাম্পেইনে রোগী দেখেন সিএমএইচ বরিশালের চিকিৎসক মেজর তোফায়েল, মেজর কায়সার ও মেজর মাহফুজা। সকাল থেকে দুই শতাধিক রোগীকে ব্যবস্থাপত্রের পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
দুপুরে মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন বরিশাল এরিয়ার কর্ণেল রবিউল আলম ও সামরিক হাসপাতাল বরিশালের অধিনায়ক এস এম বেলাল উদ্দিন।
এডিএমএস বরিশাল এরিয়ার কর্ণেল রবিউল আলম বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে আগস্ট মাস থেকে নভেম্বর পর্যন্ত বরিশাল এরিয়ার বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে বিনামূল্যে গরীব রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হবে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি
স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে …