Latest News
রবিবার, ২৩ মার্চ ২০২৫ ।। ৯ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে ২০০ দরিদ্র পরিবার পেল আশার খ্যাসামগ্রী

রাজাপুরে ২০০ দরিদ্র পরিবার পেল আশার খ্যাসামগ্রী

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার পক্ষথেকে ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের জন্য এ সহায়তা দেওয়া হয়। রবিবার সকাল ১০টার দিকে এসব খাদ্যসামগ্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদারের কাছে আশার আঞ্চলিক ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির হস্তান্তর করেন।
খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে, ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি লবন ও ১ কেজি সয়াবিন তেল।
আশার আঞ্চলিক ব্যাবস্থাপক মো. হুমায়ুন কবির বলেন, ‘সারাদেশে আশার নিজস্ব অর্থায়নে দেড়লাখ দরিদ্র পরিবারকে ১২ কোটি টাকার খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি করোনার সংক্রমণ এড়াতে সাধারণ মানুষকে সচেতন করতে সারাদেশে ২০ লাখ লিফলেট বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় রাজাপুরে দুইশ পরিবারের খাদ্য সহায়তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হলো।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা এনজিও ফোরামের সভাপতি সৈয়দ হোসাইন আহমদ কামাল, আশার রাজাপুর শাখা ব্যাবস্থাপক মো. কবির হোসেন, কর্মকর্তা মো. সাইফুল ইসলাম রিপন, জহিরুল ইসলাম, সুজন হোসেন প্রমুখ।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …